Monday, December 15, 2025

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি, জাবি থেকে এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। নাবিল জাবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় নাবিলকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। 

এর আগে, গত ৩০ জুন বিতর্কিত মন্তব্যের ঘটনায় নাবিলকে সাময়িক বহিষ্কার করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনাটি যাচাই-বাছাই করে নাবিলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে। কমিটির সেই সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

আরও পড়ুনঃ  দরজা ভেঙে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রসঙ্গত, গত ২৮ জুন নাবিলের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ