Monday, December 15, 2025

গৃহকর্মী আয়েশার হাতে ব্যান্ডেজ নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র থেকে জানা যায় বরিশালের নলছিটি নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় আয়েশার বাম হাতের কব্জি থেকে তালু পর্যন্ত ব্যান্ডেজ দেখা গেছে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের সময় তিনি আঘাত পেয়েছেন এবং পরে কোথাও থেকে চিকিৎসা নিয়েছেন।

নলছিটি থানার ওসি আশরাফ আলী জানিয়েছেন, আয়েশাকে তার স্বামীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী বিস্তারিত তথ্য ঢাকা থেকে জানানো হবে।

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

মোহাম্মদপুর থানার ওসি জানিয়েছেন, মা–মেয়ে হত্যার মামলায় একমাত্র আসামি আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ ও তার মেয়ে নাফিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সেই রাতে নিহত লায়লার স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মামলা করেন।

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, আয়েশাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার উদ্দেশ্য, ঘটনার সময় তিনি একা ছিলেন কি না, এবং হাতে পাওয়া আঘাত কীভাবে হয়েছে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ